Ajker Patrika

চতুর্থ দিনে আদালত বর্জন: মৃতদের ভোট ঠেকাতে আইনজীবীদের দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২২: ৩২
চতুর্থ দিনে আদালত বর্জন: মৃতদের ভোট ঠেকাতে আইনজীবীদের দোয়া

গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে চতুর্থ দিনের মতো সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।

আজ বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কয়েক শ আইনজীবী বিক্ষোভ করেন। তাঁরা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আদালতের কার্যক্রমে অংশ না নিতে আইনজীবীদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দেন। কর্মসূচি চলাকালে একপর্যায়ে উপস্থিত আইনজীবীরা মৃত ব্যক্তিদের ভোট দেওয়া ঠেকাতে দোয়ার আয়োজনও করেন।

এদিকে চতুর্থ দিনের মতো ঢাকার আদালতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। এ সময় তাঁরা বিএনপির-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলায় সাজা দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান।

ঢাকার বিভিন্ন আদালতে সরেজমিন দেখা যায়, সিনিয়র আইনজীবীরা আদালতে না গেলেও জুনিয়র আইনজীবীদের দিয়ে মামলা পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া আজ সকালে নিম্ন আদালতের আইনজীবীরা আদালত বর্জনের পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন আদালত ভবনের সামনে প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে সমাবেশ করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত