Ajker Patrika

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১ 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১ 

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটকের সঙ্গে ভাতিজি জন্য জামাই বর দেখতে যাচ্ছিলেন এ ঘটনায় নিহত ইনি ইসলাম ও অন্যান্যরা। 

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ছয়সূতি এলাকায় এই ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, জেলার কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের মৃত আমির চানের ছেলে ইনি ইসলাম (৫৫), ভৈরব উপজেলার চান্দের চর গ্রামের ঘটক মতিউর রহমান (৭০) ও অটোরিকশাচালক কালু মিয়া (৩৫)। এ সময় গুরুতর আহত হয়েছে নিহত ইনি ইসলামের ভাতিজা আক্রাম হোসেন (৩০)। 

দুর্ঘটনার শিকার বিধ্বস্ত অটোরিকশাহাইওয়ে পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের মেয়ের জন্য বর দেখতে ডুমরাকান্দার উদ্দেশ্য যাত্রা করেন ইনি ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ভাতিজা আক্রাম হোসেন, ঘটক মতিউর রহমান, অটোরিকশাচালক কালু মিয়া। 

ছয়সূতি নামক এলাকা পার হওয়া সময় বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তিনজন নিহত হন। এ ছাড়াও আক্রাম হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত