Ajker Patrika

পাংশায় চাঁদা না দেওয়ায় গৃহবধূর মাথায় গুলি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশায় চাঁদা না দেওয়ায় গৃহবধূর মাথায় গুলি

রাজবাড়ীর পাংশায় চাঁদা না দেওয়ায় মোছা. নারগিছ আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে গুলি করার অভিযোগ উঠেছে। আজ সোমবার রাত ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ নারগিছ আক্তার পরানপুর গ্রামের মাজেদ মণ্ডলের স্ত্রী।

জানা যায়, গুলিবিদ্ধ নারগিছকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার তাঁকে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

নারগিছ আক্তারের স্বামী মাজেদ মণ্ডল জানান, গত সাত মাস আগে পাংশার সম্রাট বাহিনীর সদস্য পরিচয়ে ফোন দিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিয়ে অপারগতা স্বীকার করলে বিভিন্ন সময় ফোন করে হুমকি ধামকি দিত তাঁরা। ঘটনার রাতে তাঁর স্ত্রী টিউবয়েলের পাশে থালা-বাটি পরিষ্কার করছিল। এ সময় এক দল দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাঁর স্ত্রীর মাথার ডানপাশে চোখের ওপরে গুলি লেগে গুরুতর আহত হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গুলিবিদ্ধ নারগিছ ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তার পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নিয়ে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত