Ajker Patrika

কালিহাতীতে গাড়িচাপায় প্রকৌশলী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২২, ১২: ৪৭
কালিহাতীতে গাড়িচাপায় প্রকৌশলী নিহত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় গাড়িচাপায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম জাহিদুল ইসলাম (৩০)। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলেঙ্গা-রংপুর সড়ক চার লেনে উন্নীত করার কাজ দেখাশোনা করে সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন জাহিদুল। এ সময় কালিহাতীর চরভাবলা এলাকায় পৌঁছালে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জাহিদুল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। তবে কোন গাড়ির সঙ্গে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত