Ajker Patrika

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২১
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নৈশপ্রহরী নিহত

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের হামলায় ভাসান মালতি (৫০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সম্প্রতি তাঁকে ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছিল। 

আজ মঙ্গলবার ভোর ৬টায় ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক গোলাম মোস্তাফা তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ভাসান মালতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। 

নিহতের ছেলে রানা হাসান বলেন, ‘আমার বাবা মাত্র কয়েক দিন আগে এখানে নৈশপ্রহরীর চাকরি নিয়েছিলেন। পরিবারের অভাবের তাড়নায় এই চাকরি নিয়েছিলেন তিনি। কিন্তু ছিনতাইকারীরা আমার বাবাকেই আমাদের কাছ থেকে কেড়ে নিল।’ 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছিনতাইকারীদের আঘাতে মাটিতে পড়ে গিয়ে তিনি হাতে থাকা বাঁশিতে জোরে জোরে ফুঁ দিতে থাকেন। এমন ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানিয়েছেন, ছুরি দিয়ে তাঁর বুকে ও পিঠে আঘাত করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করেছি। তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত