Ajker Patrika

বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল: শাজাহান খান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২২, ১২: ১৬
Thumbnail image

বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। তিনি বলেন, ‘পরে আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে ওই মুক্তিযোদ্ধাদের বাদ দিয়েছি।’ 

আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘যাচাই-বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোনো টাকা দিতে হবে না। যাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাঁরাই চূড়ান্ত তালিকায় স্থান পাবেন।’ 

এ সময় পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত