নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।
দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।
উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক দুই মামলার একটি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ২৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এক মামলায় খাদিজাকে অব্যাহতি দিয়ে আরেক মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম ছুটিতে থাকায় তিনি অব্যাহতির বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি শুনেছেন বলে জানান।
দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। খাদিজাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি শেষে কলাবাগান থানায় দায়ের করা মামলা থেকে খাদিজাকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলার শুনানির নতুন তারিখ ধার্য করেন।
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।
একটি মামলার বাদী নিউমার্কেট থানার এসআই খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন। দুই বাদীই দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে ইউটিউবে ঘুরতে ঘুরতে খাদিজাতুল কুবরা ও মেজর (অব.) দেলোয়ার হোসেনের ভিডিও দেখতে পান। তারপর দুজনই নিজ নিজ থানায় বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ প্রায় ১৫ মাস কারাভোগের পর গত ২০ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ট্রাইব্যুনালে হাজির ছিলেন খাদিজাতুল কুবরা।
উল্লেখ্য, অপর আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকেও কলাবাগান থানার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিউমার্কেট থানার মামলায়ও দুজনই আসামি। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
‘ও সোনা, সোনা রে’ বলে চিৎকার করে লাশবাহী গাড়ির সামনে কাঁদছেন মা আফরোজা খাতুন বিথি। কেউই তাঁকে সান্ত্বনা দিতে পারছেন না। গাড়িতে ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণ হারানো মেয়ে তাসনিম মায়ার নিথর দেহ। মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে আজ শুক্রবার ভোরে লাশবাহী গাড়িটি পৌঁছালে এমন
৮ মিনিট আগেজাফলংয়ে পানিতে ডুবে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার জাফলং জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি।
২১ মিনিট আগেজোটের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও খুনিদের বিচার করা, দেশটা গুছিয়ে আনা। তা না করে তারা দেশের বাণিজ্য, শিল্প, কৃষি ও জ্বালানি নীতি মার্কিন সাম্রাজ্যবাদের কথামতো বাস্তবায়ন করছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যা করত, এই
২৫ মিনিট আগেমানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে। বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম
২৮ মিনিট আগে