নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় তালাবদ্ধ রুম থেকে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন পাগলা নূরবাগ এলাকার বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজ্জাক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের আবুল খায়ের ছেলে। তিনি ছেলেকে নিয়ে ফ্ল্যাটে বসবাস করতেন। পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানিয়েছে পরিবার। হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ঘরের মালামাল খোয়া যায়নি।
নিহতের ছেলে আকাশ বলেন, ‘আমার মা পাঁচ মাস আগে মারা যায়। এরপর আমি আর বাবা একসাথে এই বাসায় থাকি। আমি নবাবপুরে একটি দোকানে চাকরি করি। বাবা আগে রাজমিস্ত্রির কাজ করলেও বয়সের কারণে এখন কিছু করেন না। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাসায় ফিরে দেখি ঘর বাইরে থেকে তালা দেয়া। পরে আমি আমার খালার বাসায় গিয়ে খাওয়াদাওয়া করি। রাত ১২টার দিকে ফের বাসায় এসে দেখি ঘর তালা দেয়া। তাই রাতে এক বন্ধুর বাসায় ঘুমাতে যাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বন্ধুকে নিয়ে এসে ফ্ল্যাটের তালা ভেঙে ফেলি। ভেতরে ঢুকেই দেখি খাটের উপর বাবাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে। তাকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে রাখা হয়েছিল। ধারণা করছি পূর্বশত্রুতার জের ধরে তাকে মেরে ফেলা হয়েছে।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের ছেলে মামলার প্রস্তুতি নিচ্ছে।
পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
২ মিনিট আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
৯ মিনিট আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
১২ মিনিট আগেজুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৬ ঘণ্টা আগে