Ajker Patrika

পল্টনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১: ১৭
পল্টনে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা 

সরকারের পদত্যাগ ও বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে শিক্ষাভবন চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন মোড়ে লাঠিপেটার ঘটনা ঘটে। 

ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে দিনভর বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা শিক্ষা অধিকার চত্বর থেকে মিছিল শুরু করি। মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে।’

পুলিশের লাঠিপেটায় আহত গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীরাজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘সমাবেশে পুলিশের হামলায় ইডেন কলেজের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ) নেতা জাইমা মুন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ফাহিম আহমেদ চৌধুরী আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আরও ৮-১০ জন পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।’

পুলিশের লাঠিপেটায় আহত গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীরাএ ঘটনায় পুলিশের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েকজন এখানে সমাবেশ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত