Ajker Patrika

ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর উন্নয়ন পরিষদের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন কারণে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপন জরুরি হয়ে পড়েছে। কেননা ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয় আশপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা পাবে। তাঁদের সময় ও অর্থ দুটোই বাঁচবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লাগে। এতে মানুষের দুর্ভোগ বাড়ে এবং আর্থিক সমস্যাসহ সময় অপচয় হয়।

অবিলম্বে নাগরিক দুর্ভোগ  অবসানে ফরিদপুরে একটি ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি জানান বক্তারা। অন্যথায় আগামী দিনে ভারতীয় ভিসা সেন্টার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়। 

অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী, সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মণ্ডল, ফরিদপুর নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর, তরুণ সংগঠক আবরাব নাদিম ইতু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত