শরীয়তপুর প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে মতবিনিময় সভা ‘সম্প্রীতি হৃদয়ে’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক, হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
জেলা কোর কমিটির নির্দেশনা অনুযায়ী শরীয়তপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বিশেষ এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসনে অপু। উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার।
মতবিনিময় সভায় বক্তারা চলমান পরিস্থিতিতে সকল ধর্মের মানুষকে ধৈর্য ধারণ করে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। কোনো ধরনের গুজবে কান না দিয়ে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষকে কোনো ধরনের অরাজকতায় না জরাতে অনুরোধ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইকবাল হোসনে অপু বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে নৈরাজ্যের কোনো সুযোগ নেই। যারা সাধারণ মানুষের ওপর হামলা ও জালাও পোরাও করছে তাদের কোনো ধর্ম নেই। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টির ওপর নজর রাখছেন এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। অনেকে আটক হয়েছেন, বাকিরাও দ্রুত আইনের আওতায় চলে আসবে।
এ ছাড়া প্রতিদিন নামাজের সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুসল্লিদের সচেতন করতে মতবিনিময় সভায় অংশ নেওয়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে মতবিনিময় সভা ‘সম্প্রীতি হৃদয়ে’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম, শিক্ষক, হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
জেলা কোর কমিটির নির্দেশনা অনুযায়ী শরীয়তপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে বিশেষ এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসনে অপু। উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার।
মতবিনিময় সভায় বক্তারা চলমান পরিস্থিতিতে সকল ধর্মের মানুষকে ধৈর্য ধারণ করে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। কোনো ধরনের গুজবে কান না দিয়ে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষকে কোনো ধরনের অরাজকতায় না জরাতে অনুরোধ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইকবাল হোসনে অপু বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে নৈরাজ্যের কোনো সুযোগ নেই। যারা সাধারণ মানুষের ওপর হামলা ও জালাও পোরাও করছে তাদের কোনো ধর্ম নেই। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টির ওপর নজর রাখছেন এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। অনেকে আটক হয়েছেন, বাকিরাও দ্রুত আইনের আওতায় চলে আসবে।
এ ছাড়া প্রতিদিন নামাজের সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুসল্লিদের সচেতন করতে মতবিনিময় সভায় অংশ নেওয়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে