গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে হাতপাখার নির্বাচনী প্রচারে বিধিবহির্ভূতভাবে কয়েকজন ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ ও জরিমানা করে হয়রানি ও প্রচারে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ হানিফ সরকার আজ সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ হানিফ সরকার বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নির্বাচন কমিশনারসহ অন্যরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গাজীপুর সিটি নির্বাচনসহ ৫ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় আমাদের দল নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু গাজীপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রচারে বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমনকি আমাদের প্রার্থীর সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন।
লিখিত অভিযোগ বলা হয়েছে, এমন অবস্থা বিরাজমান থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমিসহ আমার দলের নেতা-কর্মীরা শঙ্কিত।
লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে বলা হয়েছে, গত ২০ মে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে মাগরিবের নামাজের পর মসজিদ থেকে পুলিশ দিয়ে ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কৈফিয়ত চেয়েছেন, এত লোকজন নিয়ে এক মসজিদে কেন নামাজ পড়তে হবে। তিনি প্রার্থীকে মাত্র ৫ জন নিয়ে গণসংযোগ করতে বলেছেন।
আরও অভিযোগ করা হয়েছে, ১৪ মে ৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে বড় ব্যানার লাগানোর দায়ে ৫ হাজার টাকা, ১৭ মে ৪৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে ব্যানার লাগানোর অভিযোগে ৫ হাজার টাকা, ১৯ মে ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ৫ হাজার টাকা, একই দিন ২৮ নম্বর ওয়ার্ডে মাইকিং করাকালে অনুমোদনপত্র দেখাতে একটু বিলম্ব হওয়াতে ৩ হাজার টাকা, গত ২১ মে মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে হাতপাখার প্রার্থীর গাড়ি থামিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ২৫ মে গাজীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে হাতপাখার নির্বাচনী প্রচারে বিধিবহির্ভূতভাবে কয়েকজন ম্যাজিস্ট্রেট হস্তক্ষেপ ও জরিমানা করে হয়রানি ও প্রচারে বিঘ্ন সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ হানিফ সরকার আজ সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ হানিফ সরকার বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নির্বাচন কমিশনারসহ অন্যরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গাজীপুর সিটি নির্বাচনসহ ৫ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়ায় আমাদের দল নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু গাজীপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রচারে বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিয়ে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমনকি আমাদের প্রার্থীর সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন।
লিখিত অভিযোগ বলা হয়েছে, এমন অবস্থা বিরাজমান থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে আমিসহ আমার দলের নেতা-কর্মীরা শঙ্কিত।
লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে বলা হয়েছে, গত ২০ মে মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে মাগরিবের নামাজের পর মসজিদ থেকে পুলিশ দিয়ে ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ সময় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কৈফিয়ত চেয়েছেন, এত লোকজন নিয়ে এক মসজিদে কেন নামাজ পড়তে হবে। তিনি প্রার্থীকে মাত্র ৫ জন নিয়ে গণসংযোগ করতে বলেছেন।
আরও অভিযোগ করা হয়েছে, ১৪ মে ৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে বড় ব্যানার লাগানোর দায়ে ৫ হাজার টাকা, ১৭ মে ৪৮ নম্বর ওয়ার্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ের অভ্যন্তরে ব্যানার লাগানোর অভিযোগে ৫ হাজার টাকা, ১৯ মে ৩২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে ৫ হাজার টাকা, একই দিন ২৮ নম্বর ওয়ার্ডে মাইকিং করাকালে অনুমোদনপত্র দেখাতে একটু বিলম্ব হওয়াতে ৩ হাজার টাকা, গত ২১ মে মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে হাতপাখার প্রার্থীর গাড়ি থামিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চিঠিতে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ২৫ মে গাজীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
আজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
১০ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
৩১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এই জমায়েত আমাদের বিশ্বাস করায়, যারা এখন মামলা বাণিজ্য করছেন, যারা চাঁদাবাজি করছেন, তাঁদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে
১ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাথি মেরে জেবিন আক্তার (৩০) নামের এক নারীকে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামীকে আটক করেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে