Ajker Patrika

বিএনপি আন্দোলনে সফল হবে না

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯: ২৮
বিএনপি আন্দোলনে সফল হবে না

‘বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। তারা আন্দোলন করে সরকার পতন করতে চাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তারা সরকার পতনের চেষ্টা চালিয়ে সফল হয়নি। আগামী দিনেই তাদের আন্দোলন সফল হবে না। কারণ, দেশের মানুষ এখনো বিএনপির অগ্নি-সন্ত্রাসের কথা ভোলেনি। তাই জনগণ সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবে।’ 

এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আঞ্চলিক কর্মশালায় তিনি এ কথা বলেন। 

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্বের অনেক অর্থনীতিবিদ স্বাধীনতার পরে বাংলাদেশে এসে বলেছিলেন “বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না”। তবে তাঁদের সেই ধারণাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’ 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত