ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
‘বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। তারা আন্দোলন করে সরকার পতন করতে চাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তারা সরকার পতনের চেষ্টা চালিয়ে সফল হয়নি। আগামী দিনেই তাদের আন্দোলন সফল হবে না। কারণ, দেশের মানুষ এখনো বিএনপির অগ্নি-সন্ত্রাসের কথা ভোলেনি। তাই জনগণ সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবে।’
এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আঞ্চলিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্বের অনেক অর্থনীতিবিদ স্বাধীনতার পরে বাংলাদেশে এসে বলেছিলেন “বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না”। তবে তাঁদের সেই ধারণাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
‘বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। তারা আন্দোলন করে সরকার পতন করতে চাচ্ছে। ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই তারা সরকার পতনের চেষ্টা চালিয়ে সফল হয়নি। আগামী দিনেই তাদের আন্দোলন সফল হবে না। কারণ, দেশের মানুষ এখনো বিএনপির অগ্নি-সন্ত্রাসের কথা ভোলেনি। তাই জনগণ সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবে।’
এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ সোমবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আঞ্চলিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিশ্বের অনেক অর্থনীতিবিদ স্বাধীনতার পরে বাংলাদেশে এসে বলেছিলেন “বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না”। তবে তাঁদের সেই ধারণাকে পাল্টে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
বর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
৮ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া
১৪ মিনিট আগে