Ajker Patrika

বিআরটিসির সাবেক চেয়ারম্যান ইফতিখার মারা গেছেন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৬: ৫০
বিআরটিসির সাবেক চেয়ারম্যান ইফতিখার মারা গেছেন

বিআরটিসির চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব এম এম ইফতিখার-ই-আলম পারভেজ মারা গেছেন। আজ বুধবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি থেকে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহতের ছোট ভাই সারওয়ার ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মরদেহ নিয়ে গ্রামে বাড়ি অষ্টগ্রাম যাচ্ছি। সেখানে বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

ইফতিখার-ই-আলম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত সচিব, বিআরটিসির চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০০৬ সালে অবসরে যান। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

আজ বিকেলে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত