Ajker Patrika

ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফতুল্লায় বড় বোনকে হত্যার অভিযোগে ছোট বোন আটক 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর ছোট বোনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম সুমি (৩০)। তিনি একই এলাকার ওয়ার্কশপ ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী। এই দম্পতির এক মেয়ে (১২) ও এক ছেলে (৩) রয়েছে। আর আটক সোহানা (২৪) সুমির ছোট বোন। 

আটক সোহানা পুলিশকে জানায়, ‘দুপুরে তাঁর বড় বোন বাসায় একা ছিলেন। বোনের মেয়ে ছিল স্কুলে। খাবার কিনে আনার জন্য বাইরে বেরিয়েছিলেন তিনি। এরপর বাসায় গিয়ে দেখেন অজ্ঞাতনামা এক যুবক তাঁর বোনকে মারধর করে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বোনের স্বামী শহিদুলকে খবর দেওয়া হয়।’ 

সোহানার এমন বক্তব্য পাওয়ায় তাঁকে আটক করে ফতুল্লা থানা-পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আজকের পত্রিকাকে বলেন, ‘সোহানা থানায় খবর দেন। তাঁর বক্তব্যে বেশকিছু অসংলগ্ন কথা পেয়েছি। বিশেষ করে অজ্ঞাতনামা যুবকের উপস্থিতির কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে আমরা পাইনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ 

নিহতের স্বামী কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সুমির স্বামী শহিদুল ইসলাম এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি। তাছাড়া এখন পর্যন্ত এজাহার দায়ের হয়নি থানায়। এই বিষয়ে আমাদের তদন্তকাজ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম জানান, সোহানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত