Ajker Patrika

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

নরসিংদী প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তিনি বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী। তাঁর চারটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির ছেলে ওমর ইয়াসিন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে লাশ তাঁদের কাছে হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত