Ajker Patrika

জমি লিখে না দেওয়ায় মা'কে গলা টিপে হত্যা

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০১: ৪৮
Thumbnail image

শরীয়তপুরের জাজিরায় অপমৃত্যু মামলার তদন্তে ছেলে মায়ের হত্যাকারী বলে উদ্‌ঘাটিত হয়। শুক্রবার সন্ধ্যায় জাজিরা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। 

মামলা সূত্রে জাজিরা থানা থেকে জানা জায়, গত বছর ২৫ নভেম্বর সন্ধ্যা ৮.৩০ থেকে পরেরদিন সকাল ৬.০০ টা পর্যন্ত যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটানো হয়। 

২৬ তারিখ সকালে নিজ বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় জাজিরার পাচু মাতবর কান্দির মৃত আ গফুর শিকদারের স্ত্রী ফুলজান বিবি (৮২) এর লাশ উদ্ধার করে জাজিরা থানা-পুলিশ।  

পরে একটি সাধারণ ডায়েরি করে লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।  

এরই ভিত্তিতে শরীয়তপুর সরকারি হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে যথাযথ রিপোর্টের জন্য স্যাম্পল প্রেরণ করা হলে সেখান থেকে এটি একটি হত্যাকাণ্ড বলে জানানো হয়। 

এরই ভিত্তিতে ২০ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে ৩০২ / ৩৪ ধারায় আরও একটি মামলা রুজু করা হয়, মামলা নম্বর-১৯।   

মামলাটির তদন্তের একপর্যায়ে শুক্রবার নিহত ফুলজান বিবির ছেলে মো. হাবিবুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে সোপর্দ করে জাজিরা থানা-পুলিশ। 

পরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ছেলে মো. হাবিবুর রহমান। সে জানায়, জমি লিখে না দেওয়ায় সে নিজেই তার মাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয়। 

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে জানান, আমরা মামলাটির তদন্ত করতে গিয়ে নিহত ফুলজান বিবির ছেলেকে আটক করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করলে, আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এখন বিষয়টি আদালতের ব্যাপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত