গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে নির্জন ঘরে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—গাজীপুর মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিনের ছেলে শামীম রেজা (২৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিজাম উদ্দিনের ছেলে ফারুক (২৭) ও সহযোগী মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)। সাহেব আলী থাকার ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।
মামলার এজহারে জানা গেছে, গত বুধবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়া করে ৭ বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে যান গৃহবধূ। ওই দিন রাত ৮টার দিকে অপর বান্ধবীর বাসায় যেতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় যান তিনি।
এদিকে বান্ধবীর বাসা খোঁজার একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাইমাইল কাদের মার্কেট এলাকার একটি গলির কাছে শামীম রেজা ও ফারুক ওই গৃহবধূকে বলেন, ‘আমরা তোমার বান্ধবীর বাসা চিনি।’ বাসা চিনিয়ে দেওয়ার কথা বলে গলির ভেতর একটি টিনশেড রুম নিয়ে যান। তখন ওই গৃহবধূ তাঁদের খালি রুমের ভেতর কেন নিয়ে আসছে জানতে চান। এ সময় গৃহবধূকে ধর্ষণ করেন শামীম ও ফারুক।
বিষয়টি সাহেব আলীকে জানালে তিনি কিছু না বলে চুপ থাকতে বলেন। পরে ওই গৃহবধূ তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ জানান, মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছেন। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে নির্জন ঘরে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—গাজীপুর মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিনের ছেলে শামীম রেজা (২৬), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নিজাম উদ্দিনের ছেলে ফারুক (২৭) ও সহযোগী মহানগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)। সাহেব আলী থাকার ঘরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়।
মামলার এজহারে জানা গেছে, গত বুধবার সকালে স্বামীর সঙ্গে ঝগড়া করে ৭ বছরের ছেলেকে নিয়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে যান গৃহবধূ। ওই দিন রাত ৮টার দিকে অপর বান্ধবীর বাসায় যেতে বাইমাইল কাদের মার্কেট এলাকায় যান তিনি।
এদিকে বান্ধবীর বাসা খোঁজার একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাইমাইল কাদের মার্কেট এলাকার একটি গলির কাছে শামীম রেজা ও ফারুক ওই গৃহবধূকে বলেন, ‘আমরা তোমার বান্ধবীর বাসা চিনি।’ বাসা চিনিয়ে দেওয়ার কথা বলে গলির ভেতর একটি টিনশেড রুম নিয়ে যান। তখন ওই গৃহবধূ তাঁদের খালি রুমের ভেতর কেন নিয়ে আসছে জানতে চান। এ সময় গৃহবধূকে ধর্ষণ করেন শামীম ও ফারুক।
বিষয়টি সাহেব আলীকে জানালে তিনি কিছু না বলে চুপ থাকতে বলেন। পরে ওই গৃহবধূ তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ জানান, মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছেন। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার দায়ে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গতকাল শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন গভীর সাগরে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী।
১৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার পরে উপজেলার রামপুরে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেকিশোরগঞ্জে হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মাহবুবুর রহমানের (৪৫) বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলার বাদী প্রতিষ্ঠানটির বাবুর্চি (২৮) এক যুবক। এ ছাড়া প্রতিষ্ঠানটির উপসহকারী উদ্যান কর্মকর্তা বিপ্লব চন্দ্র বিশ্বাসের (৪২) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়।
৩০ মিনিট আগেকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলাউদ্দিনকে (৫৫) তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে চান্দাশ এলাকায় আজ রোববার দুপুরে তাঁকে সড়ক থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়।
৩২ মিনিট আগে