Ajker Patrika

পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাতনি মায়ের কাছে থাকবে সপ্তাহে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২০: ২৪
পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাতনি মায়ের কাছে থাকবে সপ্তাহে ৩ দিন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলের ঘরের নাতনি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন তার মায়ের কাছে থাকবে। পাঁচ বছর বয়সী এ শিশুটি বাকি দিনগুলো থাকবে বাবার পরিবারের সঙ্গে। আজ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন। 

আদালত একই সঙ্গে এ বিষয়ে পারিবারিক আদালতে থাকা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এ ছাড়া শিশুটিকে আদালতের অনুমতি ছাড়া কেউ বিদেশ নিতে পারবে না বলেও আদেশে বলা হয়। 

শিশুটির মায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান, সাবরিনা জেরিন ও এম. আব্দুল কাইয়ুম। বাবার পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাছান চৌধুরী। 

এর আগে মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর শিশুটিকে দেশের বাইরে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুকন্যাকে সরাসরি মায়ের জিম্মায় দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ ছাড়া ভার্চুয়ালি নয় সরাসরি দেখা করার সুযোগ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়। 

আবেদনকারী তাসনুভা ইকবাল রাজধানীর গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক। ২০১৫ সালের ২০ অক্টোবর তিনি আদাবরের বাসিন্দা পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। পরে তাঁদের মধ্যে বনিবনা না হওয়ায় তাসনুভা আদালতের দ্বারস্থ হন। চলতি বছরের ৩ জানুয়ারি সৈকত তাসনুভাকে ডিভোর্স নোটিশ দেন। এ অবস্থায় বাবার কাছে থাকা মেয়েকে দেখতে চেয়ে নিম্ন আদালতে মামলা করেন তাসনুভা। নিম্ন আদালত শিশুটিকে ভার্চুয়ালি দেখার সুযোগ দিয়ে তাসনুভার আবেদন খারিজ করে দিলে হাইকোর্টে আবেদন করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত