Ajker Patrika

শহিদদের অবদান পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি জামায়াত আমিরের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৪: ৫৪
শহিদদের অবদান পাঠ্যপুস্তকে তুলে ধরার দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা আমাদের শহীদদের পাঠ্যপুস্তকসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে। এটা শহীদদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। যেন পরের প্রজন্ম জানতে পারে, আমাদের আগের প্রজন্মের যুবকেরা, মানুষ হকের পক্ষে নিজেদের বুক পেতে দিয়েছিল।’

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার একটি রেস্টুরেন্টে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। 

জামায়াতের প্রধান আরও বলেন, ‘একটা জাতি যেখানে দাঁড়িয়ে যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই যাওয়াটা যেন প্রশান্তির হয়। শহীদদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁরা মারা গেছেন, নাকি বেঁচে আছেন তা কেউই জানে না। ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে, যা আরেকবার ঘটেছিল ২০১৩ সালের শাপলা চত্বরে, যেখানে হাজার হাজার ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন। ওই রাতে তাঁদের সঙ্গে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না। কিন্তু আল্লাহ তো সবকিছু জানেন।’

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘যে শহীদ পরিবারের কাছেই যাই, সেখানে কান্না ধরে রাখতে পারি না। আমাদের তো এত টাকাপয়সা নেই। কিন্তু আল্লাহর ভান্ডারে কোনো কমতি নেই। আমরা তাঁর ওপর ভরসা করেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের ওয়াদা ঠিক রাখার তৌফিক দেন। অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের মোলাকাত করার সুযোগ হয়েছিল। এই জাতি যেন আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায়।’

জামায়াতের আমির বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সঙ্গে বসেছিলাম। রাষ্ট্রের প্রতিটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। বলেছি, আপনারা চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। তাঁরা কথা দিয়েছেন কাজ করবেন। আপনারা দোয়া করবেন, তাঁরা যেন কাজ করতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত