Ajker Patrika

রাজধানীর সব অগ্নিঝুঁকিপূর্ণ ভবনে সাইনবোর্ড টাঙানোর নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯: ০৫
Thumbnail image

রাজধানীতে অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রাজধানীর সব ভবনে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুসারে পদক্ষেপ না নেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন পরিচালক, বুয়েটের একজন প্রতিনিধি ও রাজউকের প্রতিনিধি থাকবে। কমিটিকে চার মাসের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার এই সংক্রান্ত পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান সান্তনা ও ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আইনে অগ্নিকাণ্ড প্রতিরোধে পদক্ষেপগুলোর কথা উল্লেখ আছে। সেগুলো যথাযথভাবে নেওয়া হচ্ছে না। কমিটিকে রাজধানীর সব ভবনে অগ্নিপ্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে। এ ছাড়া অগ্নিঝুঁকিপূর্ণ ভবনগুলোতে দৃশ্যমান স্থানে নোটিশ টানাতেও বলা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন করে তদন্ত এবং হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে গতকাল রোববার পৃথক তিনটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের ইশরাত জাহান সান্তনা ও ইউনুছ আলী আকন্দ দুটি রিট করেন। অপর রিটটি করেছেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিস কেন্দ্র (আসক) এবং ওই অগ্নিকাণ্ডে নিহত তানজিনা নওরীনের পরিবারের একজন সদস্য।

ফাইল ছবি।এ ছাড়া অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা তদন্ত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের পরিবারকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণের দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোলায়মান তুষার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত