Ajker Patrika

ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা: হাইকোর্টে যুবদল নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১: ২০
Thumbnail image

ডান্ডাবেড়ি পরানো আলোচিত যুবদল নেতা ও কলেজশিক্ষক মো. আমিনুর রহমান মধুকে যশোর কোতোয়ালি থানায় দায়ের করা তিন মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ নাশকতার অভিযোগে করা তিন মামলায় তাঁকে ছয় মাসের জামিন দিয়েছেন। 

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আর কোনো মামলা না থাকায় তাঁর মুক্তিতে বাধা নেই। 

গত অক্টোবর ও নভেম্বরে এসব মামলা করা হয়েছিল বলে জানান তিনি। 

এর আগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতা আমিনুর রহমান মধুর স্ত্রী রিট করেন। রিটে আমিনুরকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার বৈধতা নিয়ে রুল চাওয়া হয়। এ ছাড়া তাঁর সুচিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সমমানসম্পন্ন ঢাকার অন্য কোনো সরকারি হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা চাওয়া হয় আবেদনে। 

ওই রিটের পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। চিকিৎসার সময় ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে তাঁকে যথাযথ চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠাতে নির্দেশ দেন আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৯ ডিসেম্বর থেকে আমিনুর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান কায়সার কামাল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত