প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করে।
আজ বুধবার লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ মোকাবিলায় প্রস্তুত করে রাখা হয়েছে লঞ্চগুলো। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঈদে যাত্রী বহনের জন্য আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চগুলোর ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করে রাখছেন মালিক পক্ষ।
লঞ্চের একাধিক শ্রমিক জানান, লঞ্চ চলাচলের ঘোষণা পাওয়ার পরই ঘাটের লঞ্চগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লঞ্চের ভেতরের বসার আসনসহ পুরো ডেক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ইঞ্জিন রুমসহ অন্যান্য মেশিনপত্র ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ২৩ দিন ঘাটে লঞ্চগুলো নোঙর করা ছিল।
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে যায়, গত ২২ জুন ভোর থেকে নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে গণ পরিবহনের সঙ্গে লঞ্চ চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে সকল লঞ্চকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ঘাট থেকে মাইকিং করে মাস্ক পড়ে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য সার্বক্ষণিক বলা হবে।
শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চ চলবে। ঈদ মৌসুমে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকছে।’
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে টানা ২৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। কোন লঞ্চেই যেন ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিতে না পারে সেদিকটা আমরা গুরুত্বের সাথে দেখব। আগেও দেখেছি। তা ছাড়া যাত্রীদের মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না।’
আগামীকাল বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের লঞ্চ চলাচল। বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার ঘাট সূত্র বিষয়টি নিশ্চিত করে।
আজ বুধবার লঞ্চঘাট ঘুরে দেখা যায়, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ মোকাবিলায় প্রস্তুত করে রাখা হয়েছে লঞ্চগুলো। নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঈদে যাত্রী বহনের জন্য আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চগুলোর ছোটখাটো ত্রুটিগুলো মেরামত করে রাখছেন মালিক পক্ষ।
লঞ্চের একাধিক শ্রমিক জানান, লঞ্চ চলাচলের ঘোষণা পাওয়ার পরই ঘাটের লঞ্চগুলোকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। লঞ্চের ভেতরের বসার আসনসহ পুরো ডেক জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ইঞ্জিন রুমসহ অন্যান্য মেশিনপত্র ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে। ২৩ দিন ঘাটে লঞ্চগুলো নোঙর করা ছিল।
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে যায়, গত ২২ জুন ভোর থেকে নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের সংক্রমণরোধে গণ পরিবহনের সঙ্গে লঞ্চ চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। ইতিমধ্যে সকল লঞ্চকে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চে যাত্রী বহনের ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ঘাট থেকে মাইকিং করে মাস্ক পড়ে যাত্রীদের লঞ্চে ওঠার জন্য সার্বক্ষণিক বলা হবে।
শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি লঞ্চেই স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়েই লঞ্চ চলবে। ঈদ মৌসুমে ঘরমুখো যাত্রীদের যাতে কোন ভোগান্তি না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকছে।’
বিআইডব্লিউটিএ এর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে টানা ২৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। কোন লঞ্চেই যেন ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিতে না পারে সেদিকটা আমরা গুরুত্বের সাথে দেখব। আগেও দেখেছি। তা ছাড়া যাত্রীদের মাস্ক ছাড়া লঞ্চে উঠতে দেওয়া হবে না।’
ঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
১৪ মিনিট আগেবরগুনার তালতলি উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোটরসাইকেল চালক আরাফাত খানকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেসীমান্ত হত্যা বন্ধে দফায় দফায় বাংলাদেশ ও ভারতের উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত ১৫ বছরে কেবল যশোরের শার্শা-বেনাপোল সীমান্তেই বাহিনীটির হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন ৪১ বাংলাদেশি। এ সময় পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন
২৪ মিনিট আগেসুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
১ ঘণ্টা আগে