Ajker Patrika

বোটানিক্যাল গার্ডেনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২০: ২৫
বোটানিক্যাল গার্ডেনে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

রাজধানী মিরপুর শাহ আলী বোটানিক্যাল গার্ডেনে তালাকপ্রাপ্ত স্বামী সাইদুল ইসলামের ছুরিকাঘাতে স্ত্রী তুলি আক্তার (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় সাইদুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিন মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। 

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে তুলি আক্তার ঘটনাস্থলেই নিহত হন। 

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সাইদুলের বড় স্ত্রী ময়মনসিংহ জেলায় থাকেন। আর তুলি সাইদুলের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তিন মাস আগে সাইদুলের সঙ্গে দ্বিতীয় স্ত্রী তুলির তালাক হয়। আজ বছরের প্রথম দিন উপলক্ষে তাঁরা পুনরায় ঘর-সংসার করতে পারেন কি না, এই ব্যাপারে কথা বলতে বোটানিক্যাল গার্ডেনে আসেন। গার্ডেনের ভেতরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইদুল তুলিকে ছুরিকাঘাতে করেন। এতে ঘটনাস্থলেই তুলি মারা যান। 

সাইদুলকে আটক করা হয়েছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত