নারায়ণগঞ্জ প্রতিনিধি
পুলিশ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক বিষের বাঁশির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এ পুলিশ কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সেটাই করছি।’
নির্বাচনের বছর হিসেবে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘এটা নির্বাচনের বছর। এখন অনেক অপতৎপরতা ঘটবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখব। যে চক্রটি পঁচাত্তর ঘটিয়েছিল, সেই চক্রটি এখনো শেষ হয়ে যায়নি। এখনো তারা সুযোগ পেলে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে। আমরা মার খেলে তারা বলে, পুলিশের সাহস নেই। আবার প্রতিহত করলে তারা বলে, পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই সঠিক মূল্যায়ন পাই না। আমাদের ভালো কথা কেউ বলে না। এরপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানা রকম আইনশৃঙ্খলা রক্ষার কাজ আমরা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বিষের বাঁশির সম্পাদক সুভাস সাহা প্রমুখ।
পুলিশ কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা পাঠাগারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাপ্তাহিক বিষের বাঁশির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন এ পুলিশ কর্মকর্তা।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সেটাই করছি।’
নির্বাচনের বছর হিসেবে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, ‘এটা নির্বাচনের বছর। এখন অনেক অপতৎপরতা ঘটবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, সেদিকে বিশেষ খেয়াল রাখব। যে চক্রটি পঁচাত্তর ঘটিয়েছিল, সেই চক্রটি এখনো শেষ হয়ে যায়নি। এখনো তারা সুযোগ পেলে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, মানুষের জানমালের ক্ষতি করছে। আমরা মার খেলে তারা বলে, পুলিশের সাহস নেই। আবার প্রতিহত করলে তারা বলে, পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো কাজেরই সঠিক মূল্যায়ন পাই না। আমাদের ভালো কথা কেউ বলে না। এরপরও জঙ্গিবাদ নির্মূলসহ নানা রকম আইনশৃঙ্খলা রক্ষার কাজ আমরা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বিষের বাঁশির সম্পাদক সুভাস সাহা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চিকিৎসাসেবা।
১০ মিনিট আগেশরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’
১৫ মিনিট আগেসড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন খাতের সর্বাত্মক সংস্কার প্রয়োজন। না হলে সড়কের বেপরোয়া হত্যাকাণ্ড থামানো সম্ভব নয়। এমনটি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ বুধবার (৬ আগস্ট) নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই কথা বলেন।
১৯ মিনিট আগেঅনৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
২২ মিনিট আগে