Ajker Patrika

ভুল শাটডাউনে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২২, ১৮: ৩১
ভুল শাটডাউনে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে পল্লী বিদ্যুতের ত্রুটিপূর্ণ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আকাশ খান নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ৫ নম্বর ফিডারে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার রাত নয়টার দিকে ময়নাতদন্ত ছাড়াই তাঁর গ্রামের বাড়িতে মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে। 

দুই সন্তানের জনক আকাশ সরিষাবাড়ী উপজলার ইজারাপাড়া গ্রামের মনজিল খানের ছেলে। 

জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোপালপুর জোনাল অফিসের আওতাধীন নারায়ণপুর গ্রামে ঝড়ে বিদ্যুতের ৫ নম্বর ফিডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ ঈদের রাতে দুজন চুক্তিভিত্তিক লাইনম্যানকে ত্রুটিপূর্ণ সংযোগ মেরামতের জন্য দায়িত্ব দেয়। দায়িত্বপ্রাপ্ত আকাশ খান কাজ শুরুর আগে মধুপুর সাবস্টেশনের বিদ্যুৎ-সংযোগ বন্ধ করার কাজে নিয়োজিত লাইনম্যান জাহাঙ্গীর আলমকে ওই ফিডারে বিদ্যুৎ-সংযোগ বন্ধ (শাটডাউন) করতে বলে খুঁটিতে ওঠেন। জাহাঙ্গীর ভুলক্রমে অন্য ফিডারের লাইন শাটডাউন করেন। ফলে আকাশ খান ৫ নম্বর ফিডারের খুঁটিতে উঠে বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়েই অচেতন হয়ে যান। রাতেই স্থানীয়রা এসে মুমূর্ষু আকাশকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

গোপালপুর জোনাল অফিসের ডিজিএম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আকাশ কাজ করার সময় লাইন বন্ধ হয়েছে নিশ্চিত করে সহকর্মীকে গ্রাউন্ডিং করতে বলে খুঁটিতে ওঠেন। গ্রাউন্ডিংয়ের তার নিয়ে আকাশ খুঁটিতে উঠে মেইন তারের কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ফ্লাশিং হয়। এ সময় বডি বেল্ট না থাকায় আকাশ নিচে পড়ে বেহুঁশ হয়ে যায়। লাইন বন্ধ হলে ফ্লাশিং হওয়ার কথা নয়, এ জন্য শাটডাউনে ভুল হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত