Ajker Patrika

একে একে হারিয়ে যায় ৫ ছাগল, ২০ ফুট লম্বা অজগরকে পিটিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২১: ৩৩
অজগরটিকে পিটিয়ে মারছেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত
অজগরটিকে পিটিয়ে মারছেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত

গ্রামে কয়েক দিন ধরে চারটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল, হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আবার আরও একটি ছাগল হারিয়ে যায়। পরে দেখা যায়, বিশাল এক অজগর ছাগলটি গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকে, অজগরই সব ছাগল খেয়েছে এত দিন। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটি পিটিয়ে হত্যা করে।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে এ ঘটনা ঘটে। মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকজন অজগর সাপটি পিটিয়ে মারছে। কয়েকজন দাঁড়িয়ে মৃত সাপটি দেখছে। পাশে একটি মৃত ছাগলও রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, ‘বিষয়টি আজ (শুক্রবার) শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি; তবে দুর্গম এলাকা হওয়ায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না।’

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘সাপটি ৫ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। অজগরটি শুনেছি প্রায় ২০ ফুট লম্বা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত