Ajker Patrika

মহাসড়কে উল্টো পথে অটোরিকশায় বাসের ধাক্কায় আহত ৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত
সিদ্ধিরগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে ইমপ্রিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ৬ জন আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও বলেন, বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাঁদের প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত