নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগে হঠাৎ সরকার ঘোষণা দেয় এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না মোটরসাইকেল। তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাসের ব্যবস্থা করা হয়। যৌক্তিক কারণ দেখিয়ে পাস নেওয়ার সুযোগ রাখা হয়। তবে শেষ পর্যন্ত বেশির ভাগ মোটরসাইকেলচালক মুভমেন্ট পাস ছাড়াই ঢাকা ছাড়ছেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর গাবতলীতে অন্তত ৪০ থেকে ৫০ জন বাইকচালকের কাছে মুভমেন্ট পাস থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। বেশির ভাগই জানিয়েছেন মুভমেন্ট পাস নেই। পুলিশ আটকাবে কি না, জানতে চাইলে তাঁরা বলছেন, পুলিশ ধরলে কী আর করার। গাড়ি পাচ্ছি না। পেলেও টিকিটের অনেক বেশি দাম।
কিছু মোটরসাইকেলচালকের সঙ্গে মালামাল থাকলেও তারা ঢাকা ছাড়ার কথা অস্বীকার করে বলেন, এই সামনে যাব। ঢাকার বাইরে যাচ্ছি না। আবার অনেকেই সাভার-নবীনগরের যাত্রী ডাকছেন।
তবে কেউ কেউ পুলিশের নির্দেশনা মেনে মুভমেন্ট পাস নিয়ে ঢাকা ছাড়ছেন। নিজের মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছেন মিরপুরের বাসিন্দা মো. হিমেল। পেশায় ব্যবসায়ী এই তরুণ জানালেন, মিরপুর ট্রাফিক পুলিশের ডিসি কার্যালয় থেকে দুটি বাইকের মুভমেন্ট পাস নিয়েছেন। পাস সঙ্গে নিয়ে যাচ্ছেন। পাস থাকায় পথে কোনো বাধা পাবেন না বলে আশা করছেন তিনি।
এদিকে ঢাকা জেলা পুলিশের ট্রাফিকের সদস্যরাও কাজ করছেন। আমিনবাজার ব্রিজ এলাকায় গাড়ির লেন ও সড়কে হাটা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন। কথা হয় জেলা পুলিশের আমিনবাজারের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব ট্রাফিক পুলিশের না। আমরা ট্রাফিকের সদস্যরা সড়কের যানজট নির্বিঘ্ন করতে কাজ করছি। মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব পুলিশের ক্রাইম বিভাগের। তাঁরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।’
টিআই রবিউল আরও বলেন, ‘সড়কে প্রচণ্ড যানজট। বিশেষ করে ঢাকা ছাড়ার সময় গাবতলী ব্রিজের গোড়ায় গাড়ির ধীরগতির কারণ যানজট লেগেছে। শ্যামলী থেকে গাবতলী আসতেই দুই ঘণ্টা লাগছে। গাবতলী-আমিনবাজার ব্রিজ পর্যন্ত যানজট। এরপর রাস্তা ক্লিয়ার।’
গাবতলী মোড়ে দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। তাঁরাও মুভমেন্ট পাস চেক করছেন না। এ বিষয়ে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’
ঈদের আগে হঠাৎ সরকার ঘোষণা দেয় এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না মোটরসাইকেল। তবে শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাসের ব্যবস্থা করা হয়। যৌক্তিক কারণ দেখিয়ে পাস নেওয়ার সুযোগ রাখা হয়। তবে শেষ পর্যন্ত বেশির ভাগ মোটরসাইকেলচালক মুভমেন্ট পাস ছাড়াই ঢাকা ছাড়ছেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর গাবতলীতে অন্তত ৪০ থেকে ৫০ জন বাইকচালকের কাছে মুভমেন্ট পাস থাকার বিষয়ে জানতে চাওয়া হয়। বেশির ভাগই জানিয়েছেন মুভমেন্ট পাস নেই। পুলিশ আটকাবে কি না, জানতে চাইলে তাঁরা বলছেন, পুলিশ ধরলে কী আর করার। গাড়ি পাচ্ছি না। পেলেও টিকিটের অনেক বেশি দাম।
কিছু মোটরসাইকেলচালকের সঙ্গে মালামাল থাকলেও তারা ঢাকা ছাড়ার কথা অস্বীকার করে বলেন, এই সামনে যাব। ঢাকার বাইরে যাচ্ছি না। আবার অনেকেই সাভার-নবীনগরের যাত্রী ডাকছেন।
তবে কেউ কেউ পুলিশের নির্দেশনা মেনে মুভমেন্ট পাস নিয়ে ঢাকা ছাড়ছেন। নিজের মোটরসাইকেলে ফরিদপুর যাচ্ছেন মিরপুরের বাসিন্দা মো. হিমেল। পেশায় ব্যবসায়ী এই তরুণ জানালেন, মিরপুর ট্রাফিক পুলিশের ডিসি কার্যালয় থেকে দুটি বাইকের মুভমেন্ট পাস নিয়েছেন। পাস সঙ্গে নিয়ে যাচ্ছেন। পাস থাকায় পথে কোনো বাধা পাবেন না বলে আশা করছেন তিনি।
এদিকে ঢাকা জেলা পুলিশের ট্রাফিকের সদস্যরাও কাজ করছেন। আমিনবাজার ব্রিজ এলাকায় গাড়ির লেন ও সড়কে হাটা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছেন। কথা হয় জেলা পুলিশের আমিনবাজারের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব ট্রাফিক পুলিশের না। আমরা ট্রাফিকের সদস্যরা সড়কের যানজট নির্বিঘ্ন করতে কাজ করছি। মুভমেন্ট পাস চেক করার দায়িত্ব পুলিশের ক্রাইম বিভাগের। তাঁরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।’
টিআই রবিউল আরও বলেন, ‘সড়কে প্রচণ্ড যানজট। বিশেষ করে ঢাকা ছাড়ার সময় গাবতলী ব্রিজের গোড়ায় গাড়ির ধীরগতির কারণ যানজট লেগেছে। শ্যামলী থেকে গাবতলী আসতেই দুই ঘণ্টা লাগছে। গাবতলী-আমিনবাজার ব্রিজ পর্যন্ত যানজট। এরপর রাস্তা ক্লিয়ার।’
গাবতলী মোড়ে দায়িত্ব পালন করছেন ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা। তাঁরাও মুভমেন্ট পাস চেক করছেন না। এ বিষয়ে টিআই কামরুল বলেন, ‘ঢাকার বাইরে যাওয়া মোটরসাইকেলের মুভমেন্ট পাস চেক করার জন্য আমাদের আলাদা টিম রয়েছে।’
সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবারকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১০ মিনিট আগেরাজশাহীর বাঘায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় সম্রাট আহম্মেদ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘা-ঈশ্বরদী মহাসড়কের হাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেগ্রেপ্তার এড়াতে নাম বদল করে ঝিনাইদহের কোটচাঁদপুরে আবাসিক হোটেলে পালিয়ে ছিলেন ধর্ষণ মামলায় অভিযুক্ত রুস্তম আলী কালা (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল সোমবার রাতে তাঁকে আটক করেছে থানা-পুলিশ।
২০ মিনিট আগেসাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন তিনি।
২৩ মিনিট আগে