কিশোরগঞ্জ প্রতিনিধি
জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। আজ বুধবার উপজেলার একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদের আটক করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত আদালত বসিয়ে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন–উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামের মো. রায়হান মিয়া (৩৬)। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়নের বুরুদিয়া নামাপাড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৫)।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি দুপুরে মোটরসাইকেল ও তালা-চাবি প্রতীকের পক্ষে বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যান। কেন্দ্রের ভেতরে এজেন্টের সহায়তায় জাল ভোট দেন। বিষয়টি বুঝতে পেরে প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার পুলিশকে জানালে তিনজনকে আটক করা হয়।
খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ে আদালত বসিয়ে এই তিনজনকে সাজা দেন। এ ঘটনায় একই ইউনিয়নের বুরখিল গ্রামের ইমরান হোসেনকে (২০) আটক করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।
প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রে এজেন্টের সহায়তায় জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। বিচারক এসে তাদের সাজা দেন।’
এ ছাড়া উপজেলার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে আটক এক তরুণকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনসুর উদ্দিন আহমেদ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
অপরদিকে জেলার হোসেনপুরে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে এক কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছেন হয়েছেন ম্যাজিস্ট্রেট। বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ এই আদেশ দেন।
জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। আজ বুধবার উপজেলার একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদের আটক করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত আদালত বসিয়ে তাদের এই সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন–উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামের মো. রায়হান মিয়া (৩৬)। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়নের বুরুদিয়া নামাপাড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৫)।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি দুপুরে মোটরসাইকেল ও তালা-চাবি প্রতীকের পক্ষে বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যান। কেন্দ্রের ভেতরে এজেন্টের সহায়তায় জাল ভোট দেন। বিষয়টি বুঝতে পেরে প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার পুলিশকে জানালে তিনজনকে আটক করা হয়।
খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ে আদালত বসিয়ে এই তিনজনকে সাজা দেন। এ ঘটনায় একই ইউনিয়নের বুরখিল গ্রামের ইমরান হোসেনকে (২০) আটক করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।
প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রে এজেন্টের সহায়তায় জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। বিচারক এসে তাদের সাজা দেন।’
এ ছাড়া উপজেলার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে আটক এক তরুণকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনসুর উদ্দিন আহমেদ।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
অপরদিকে জেলার হোসেনপুরে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে এক কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছেন হয়েছেন ম্যাজিস্ট্রেট। বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ এই আদেশ দেন।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে