Ajker Patrika

নটর ডেম ছাত্রের মৃত্যু: মূল চালকেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮: ০৩
নটর ডেম ছাত্রের মৃত্যু: মূল চালকেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না  

রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘদিন ধরে দক্ষিণ সিটির গাড়ি চালালেও রালেসের মতো তাঁরও লাইসেন্স ছিল না।

আজ শুক্রবার দুপুরে হারুণকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

খন্দকার মঈন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুক্রবার সকালে হারুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। তাঁকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এরপর সংশ্লিষ্ট থানায় তাঁকে হস্তান্তর করা হবে। 

র‍্যাবের মিডিয়া প্রধান আরও বলেন, হারুন ২০২০ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছে। কিন্তু শিক্ষার্থীকে চাপা দেওয়া চালক রাসেলের মতো হারুনেরও ড্রাইভিং লাইসেন্স ছিল না। 

গত বুধবার নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসান কামরাঙ্গীরচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে বেলা পৌনে ১২টার দিকে গুলিস্তানে উত্তর সিটি করপোরেশনের ট্রাকচাপায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গতকাল ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, `উত্তর সিটি থেকে হারুনের নামে গাড়িটি বরাদ্দ ছিল। কিন্তু হারুন নিজে না চালিয়ে গাড়িটি রাসেলকে চালাতে দিয়েছেন। প্রকৃতপক্ষে রাসেল খান ওই গাড়ির চালক নন। আমরা গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে এবং গ্রেপ্তার রাসেলকে জিজ্ঞাসাবাদে জেনেছি গাড়িটির মূল চালক ছিলেন হারুন।' 

আ. আহাদ আরও বলেন, `ঘটনার সময়ে হারুনের অবস্থান ছিল যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায়। কলেজছাত্রকে চাপা দেওয়ার ঘটনা জানার পরে তিনি আত্মগোপনে চলে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি। হারুন এই ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না।'

হারুন মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিশেষ ট্রাক পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু তিনি ট্রাকটি মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের নামে বরাদ্দ নেন। এতেই হয়ে ওঠেন ডিএসসিসির ময়লার গাড়িচালক। 

গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় নিহত শিক্ষার্থী নাইম হাসানের বাবা ডিএমপির পল্টন থানায় মামলা করেছেন। এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনার সময় গাড়িতে থাকা দুই পরিচ্ছন্নতাকর্মী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত