নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য অপশক্তিকে কঠোর হাতে দমন করবে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মাহবুব উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ একাত্তরের চেতনায় উজ্জীবিত। একাত্তরে যারা জীবন দিয়েছিল, আমরা তাঁদের চেতনায় উজ্জীবিত। আমরা পুলিশ একাত্তরে তাঁদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, পঁচাত্তরে আমাদের পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান তাঁর বুকের রক্ত দিয়েছে। আমরা ২০১২-১৩ সালে আমাদের রক্ত দিয়েছি। আমাদের পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন হতে দিইনি।’
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে একটি কারণ ছিল। আর সেটি হলো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। সেটা করতে পারলে যারা পাকিস্তানের দোসর, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করতে পারত। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে যদি নেতৃত্বশূন্য করা যায়, তবে তাদের পেয়ারা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে।
জঙ্গিবাদ আমদানি করে পুলিশকে দমনের চেষ্টা করা হয়েছে জানিয়ে ডিএমপির প্রধান বলেন, ‘আবার সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন পরশু একাত্তরের সেই পরাজিত শক্তি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে। আমরা কঠোর হাতে অতীতেও এটি দমন করেছি, বর্তমান ও ভবিষ্যতেও এই অপশক্তিকে দমন করে যাব। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য একাত্তরে সক্রিয় ছিলাম, থাকব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত বিশেষ শাখার (এসবি) সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আইজিপি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য অপশক্তিকে কঠোর হাতে দমন করবে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মাহবুব উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ একাত্তরের চেতনায় উজ্জীবিত। একাত্তরে যারা জীবন দিয়েছিল, আমরা তাঁদের চেতনায় উজ্জীবিত। আমরা পুলিশ একাত্তরে তাঁদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, পঁচাত্তরে আমাদের পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান তাঁর বুকের রক্ত দিয়েছে। আমরা ২০১২-১৩ সালে আমাদের রক্ত দিয়েছি। আমাদের পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন হতে দিইনি।’
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে একটি কারণ ছিল। আর সেটি হলো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। সেটা করতে পারলে যারা পাকিস্তানের দোসর, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করতে পারত। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে যদি নেতৃত্বশূন্য করা যায়, তবে তাদের পেয়ারা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে।
জঙ্গিবাদ আমদানি করে পুলিশকে দমনের চেষ্টা করা হয়েছে জানিয়ে ডিএমপির প্রধান বলেন, ‘আবার সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন পরশু একাত্তরের সেই পরাজিত শক্তি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে। আমরা কঠোর হাতে অতীতেও এটি দমন করেছি, বর্তমান ও ভবিষ্যতেও এই অপশক্তিকে দমন করে যাব। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য একাত্তরে সক্রিয় ছিলাম, থাকব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত বিশেষ শাখার (এসবি) সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আইজিপি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে এবার প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।
২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে গভীর রাতে শ্মশান ঘাটের মাটি কেটে বিক্রি করছিলেন এক বিএনপি নেতা। খবর পেয়ে ডাম্প ট্রাক ও এক্সকাভেটরসহ নেতাকে আটক করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। পরে তোপের মুখে মাটিকাটা অংশ আবার ভরাট করে দেন বিএনপির অন্য নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাওরাইদ শ্মশান ঘাটে এ ঘটনা ঘটেছ
১২ মিনিট আগেরাজধানীর কদমতলী থানা এলাকায় দীর্ঘদিনের গ্যাস-সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ শনিবার সকালে মোহাম্মদবাগ চৌরাস্তায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
২২ মিনিট আগেমৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলে দ্রুতই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম
২৫ মিনিট আগে