জাবি প্রতিনিধি
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে তৃতীয় দিনের বিক্ষোভ ও মানববন্ধন হয়।
এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গঠিত স্ট্রাকচার্ড কমিটির কাজ শেষ করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এ ছাড়া অছাত্রদের দ্রুত হল থেকে বের করার দাবি জানানো হয়।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন, ‘পাঁচ দিন সময়ের তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত ২৫০০ অবৈধ ছাত্রের কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। তাহলে বাকি দুই দিনে কীভাবে তাদের হল থেকে বের করবেন। আমরা বলেছিলাম, এই বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ধর্ষণের মামলাটি করবে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি, শুধু একটা জিডি করেছে। আমরা চেয়েছিলাম যে ধর্ষক শিক্ষার্থীর সনদ বাতিল করা হোক। কিন্তু তাও অস্থায়ী বাতিল করা হয়েছে।’
তিনি বলেন, ধর্ষণের যারা সহযোগী তাদেরও বিচারে গড়িমসি করছে এই প্রশাসন। উপাচার্য বারবার বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কমিটমেন্ট দেন কিন্তু তা আর ফলোআপ করা হয় না।
মঞ্চের আহ্বায়ক পারভীন জলি বলেন, ‘ধর্ষককে যারা পালাতে সাহায্য করেছে তারা ছাত্রলীগের কর্মী ছিল। কিন্তু এই প্রক্টর মোস্তাফিজকে খুঁজে আনতে পাঠিয়েছিলেন দুই ছাত্রলীগ কর্মীকে। তাহলে প্রক্টোরিয়াল টিমের কাজ কী? তাদের উচিত ছিল এমএইচ হলকে চারদিক থেকে ঘেরাও করে মোস্তাফিজকে আটক করা।
কিন্তু পাঠানো হয়েছে দুজন ছাত্রলীগের কর্মীকে। এখান থেকেও বোঝা যায়, প্রক্টরের কোনো সদিচ্ছা ছিল না, তাদের আটক করার। এই প্রক্টর সকল প্রকার নৈতিক অধিকার হারিয়েছেন তাঁর পদে বহাল থাকার। প্রভোস্টও তাঁর দায় এড়াতে পারেন না। আমরা তাঁর শাস্তি চাই। তাঁর স্বপদে থাকার কোনো অধিকার নেই। তাঁদের শুধু পদ থেকে সরালেই হবে না, তাঁদের রাষ্ট্রীয় আইনে শাস্তি দিতে হবে ধর্ষণে সহযোগিতা করার জন্য।’
দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা এমন একজন উপাচার্যকে পেয়েছি যিনি নিষ্ক্রিয় ও নির্বিকার। ক্যাম্পাসে যত ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি বড়জোর একটা নির্দেশ পাঠান কিন্তু এর বাইরে কিছু করতে পারে না। আমরা অছাত্রদের বের করার কথা বলেছি, তিনি শুধু নির্দেশ দিয়ে নির্বিকার হয়ে বসে আছেন। আমরা অভিযুক্তদের সার্টিফিকেট বাতিল চাই, অথচ শুধু স্থগিত করা হয়েছে।’
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবিব বলেন, ‘আমরা ধর্ষণের ঘটনাস্থলে গিয়ে প্রথমেই দেখি প্রক্টর-প্রভোস্ট ধর্ষককে বাঁচানোর পাঁয়তারা করছেন এবং পরিশেষে তাঁরা ধর্ষককে পালাতে সহযোগিতা করেন। যাঁরা ছাত্রলীগের ছায়া হিসেবে কাজ করে তাঁদের নৈতিক অধিকার নেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট হিসেবে দায়িত্বে থাকার। এদিকে এমন একজন শিক্ষকের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয় যিনি ধর্ষণের দায়ে অভিযুক্ত এবং তাঁর বিরুদ্ধে স্ট্রাকচারড কমিটি গঠিত হওয়ার পরেও কেন তাঁকে বহিষ্কার করা হয়নি?’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক রায়হান রাইন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম প্রমুখ।
সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে তৃতীয় দিনের বিক্ষোভ ও মানববন্ধন হয়।
এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে গঠিত স্ট্রাকচার্ড কমিটির কাজ শেষ করে শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এ ছাড়া অছাত্রদের দ্রুত হল থেকে বের করার দাবি জানানো হয়।
মানববন্ধনে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলি বলেন, ‘পাঁচ দিন সময়ের তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসন এখন পর্যন্ত ২৫০০ অবৈধ ছাত্রের কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। তাহলে বাকি দুই দিনে কীভাবে তাদের হল থেকে বের করবেন। আমরা বলেছিলাম, এই বিশ্ববিদ্যালয় বাদী হয়ে ধর্ষণের মামলাটি করবে। কিন্তু এখন পর্যন্ত তারা কোনো মামলা করেনি, শুধু একটা জিডি করেছে। আমরা চেয়েছিলাম যে ধর্ষক শিক্ষার্থীর সনদ বাতিল করা হোক। কিন্তু তাও অস্থায়ী বাতিল করা হয়েছে।’
তিনি বলেন, ধর্ষণের যারা সহযোগী তাদেরও বিচারে গড়িমসি করছে এই প্রশাসন। উপাচার্য বারবার বলেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। কমিটমেন্ট দেন কিন্তু তা আর ফলোআপ করা হয় না।
মঞ্চের আহ্বায়ক পারভীন জলি বলেন, ‘ধর্ষককে যারা পালাতে সাহায্য করেছে তারা ছাত্রলীগের কর্মী ছিল। কিন্তু এই প্রক্টর মোস্তাফিজকে খুঁজে আনতে পাঠিয়েছিলেন দুই ছাত্রলীগ কর্মীকে। তাহলে প্রক্টোরিয়াল টিমের কাজ কী? তাদের উচিত ছিল এমএইচ হলকে চারদিক থেকে ঘেরাও করে মোস্তাফিজকে আটক করা।
কিন্তু পাঠানো হয়েছে দুজন ছাত্রলীগের কর্মীকে। এখান থেকেও বোঝা যায়, প্রক্টরের কোনো সদিচ্ছা ছিল না, তাদের আটক করার। এই প্রক্টর সকল প্রকার নৈতিক অধিকার হারিয়েছেন তাঁর পদে বহাল থাকার। প্রভোস্টও তাঁর দায় এড়াতে পারেন না। আমরা তাঁর শাস্তি চাই। তাঁর স্বপদে থাকার কোনো অধিকার নেই। তাঁদের শুধু পদ থেকে সরালেই হবে না, তাঁদের রাষ্ট্রীয় আইনে শাস্তি দিতে হবে ধর্ষণে সহযোগিতা করার জন্য।’
দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা এমন একজন উপাচার্যকে পেয়েছি যিনি নিষ্ক্রিয় ও নির্বিকার। ক্যাম্পাসে যত ঘটনা ঘটে এর পরিপ্রেক্ষিতে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি বড়জোর একটা নির্দেশ পাঠান কিন্তু এর বাইরে কিছু করতে পারে না। আমরা অছাত্রদের বের করার কথা বলেছি, তিনি শুধু নির্দেশ দিয়ে নির্বিকার হয়ে বসে আছেন। আমরা অভিযুক্তদের সার্টিফিকেট বাতিল চাই, অথচ শুধু স্থগিত করা হয়েছে।’
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আহসান লাবিব বলেন, ‘আমরা ধর্ষণের ঘটনাস্থলে গিয়ে প্রথমেই দেখি প্রক্টর-প্রভোস্ট ধর্ষককে বাঁচানোর পাঁয়তারা করছেন এবং পরিশেষে তাঁরা ধর্ষককে পালাতে সহযোগিতা করেন। যাঁরা ছাত্রলীগের ছায়া হিসেবে কাজ করে তাঁদের নৈতিক অধিকার নেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট হিসেবে দায়িত্বে থাকার। এদিকে এমন একজন শিক্ষকের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হয় যিনি ধর্ষণের দায়ে অভিযুক্ত এবং তাঁর বিরুদ্ধে স্ট্রাকচারড কমিটি গঠিত হওয়ার পরেও কেন তাঁকে বহিষ্কার করা হয়নি?’
মানববন্ধনে আরও বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী, ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক রায়হান রাইন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম প্রমুখ।
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আক্তার (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম (৩২)। তাঁদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড...
৪০ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেসুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে দিরাই উপজেলার সেচনী গ্রামের পাখনার হাওরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের টানা ৫৭ ঘণ্টার অনশনের পর এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় অনশন ভেঙে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিবাগত রাত রাত ১টার (বৃহস্পতিবার) পর তারা অনশন ভাঙেন।
৩ ঘণ্টা আগে