ঢাবি প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক ও ডামি’ নির্বাচন—উল্লেখ করে সারা বাংলার সর্বস্তরের জনগণকে ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান ও ভোট বর্জনের ডাক দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধন করেছে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে এ মানববন্ধন করে সংগঠনগুলো। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনে ও গণতান্ত্রিক ছাত্রশক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা ব্যালট পেপারের একটি প্রতীকী রূপ দেখানো হয়। যেখানে দেখায় যায়, ব্যালট বাক্সের ওপর একটি ব্যালট পেপার রাখা, যার সবগুলো প্রতীকই নৌকা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতিরোধ চলছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না। নৌকার মধ্যে কে ভালো তা বাছাই করা হচ্ছে। আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হচ্ছে। কে শেখ হাসিনার সবচেয়ে কাছের মানুষ, সেটার নির্বাচন হচ্ছে ৷ সমাজতান্ত্রিক দল নামে একটি দল আছে, তারা নৌকা মার্কায় নির্বাচন করছে। এ নির্বাচন একটি নাটক, আমরা এ নাটকের কুশীলব হব না।’
২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে ২০২৪ সালের নির্বাচন তারই পুনরাবৃত্তি বলে মনে করেন মেঘমল্লার।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আগামীকালকের নির্বাচনই একমাত্র বিষয় না। আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতর ৫৩ বছরেও ক্ষমতা হস্তান্তরের কোনো প্রকৃত ব্যবস্থা তৈরি করতে পারিনি—এটা আমাদের জন্য দুঃখের বিষয়। বর্তমান নির্বাচন দিয়ে সরকার যে কলঙ্ক তৈরি করতে চায়, আমরা তাকে লাল কার্ড দেখাচ্ছি। একই সঙ্গে ছাত্র-জনতাকে এ নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের (একাংশ) সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ঢাবি শাখার আহ্বায়ক জাবির আহমেদ জুবেল, গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, সদস্যসচিব উমামা ফাতেমাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সর্বস্তরের জনগণকে নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক ও ডামি’ নির্বাচন—উল্লেখ করে সারা বাংলার সর্বস্তরের জনগণকে ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান ও ভোট বর্জনের ডাক দিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধন করেছে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে এ মানববন্ধন করে সংগঠনগুলো। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশনে ও গণতান্ত্রিক ছাত্রশক্তিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা ব্যালট পেপারের একটি প্রতীকী রূপ দেখানো হয়। যেখানে দেখায় যায়, ব্যালট বাক্সের ওপর একটি ব্যালট পেপার রাখা, যার সবগুলো প্রতীকই নৌকা।
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘অস্তিত্ব টিকিয়ে রাখার প্রতিরোধ চলছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না। নৌকার মধ্যে কে ভালো তা বাছাই করা হচ্ছে। আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হচ্ছে। কে শেখ হাসিনার সবচেয়ে কাছের মানুষ, সেটার নির্বাচন হচ্ছে ৷ সমাজতান্ত্রিক দল নামে একটি দল আছে, তারা নৌকা মার্কায় নির্বাচন করছে। এ নির্বাচন একটি নাটক, আমরা এ নাটকের কুশীলব হব না।’
২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে ২০২৪ সালের নির্বাচন তারই পুনরাবৃত্তি বলে মনে করেন মেঘমল্লার।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আগামীকালকের নির্বাচনই একমাত্র বিষয় না। আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতর ৫৩ বছরেও ক্ষমতা হস্তান্তরের কোনো প্রকৃত ব্যবস্থা তৈরি করতে পারিনি—এটা আমাদের জন্য দুঃখের বিষয়। বর্তমান নির্বাচন দিয়ে সরকার যে কলঙ্ক তৈরি করতে চায়, আমরা তাকে লাল কার্ড দেখাচ্ছি। একই সঙ্গে ছাত্র-জনতাকে এ নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে ছাত্র ইউনিয়নের (একাংশ) সহসভাপতি শিমুল কুম্ভকার, ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, ঢাবি শাখার আহ্বায়ক জাবির আহমেদ জুবেল, গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক, সদস্যসচিব উমামা ফাতেমাসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সর্বস্তরের জনগণকে নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট ও জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।
খাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১৯ মিনিট আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
২৪ মিনিট আগেনির্যাতনের শিকার রুজিনা বলেন, ‘মামা-মামি আমার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে দেননি। প্রতিদিন মারতেন। পিঠে ব্লেড ও দা দিয়ে জখম করেন। গরম খুনতি দিয়ে ছ্যাঁকা দিতেন। পায়ের আঙুলগুলো পুতা দিয়ে থেঁতলে দেন। পুতা, দা, ছুরিসহ নানা কিছু দিয়ে শরীরে আঘাত করতেন। দুই হাতে পেটানোর কারণে ফুলে গেছে। আমাকে ঠিকমতো...
৩৪ মিনিট আগেঝালকাঠির নলছিটিতে কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হাওলাদার ব্রিকস নামক একটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলার দপদপিয়া ও সারদল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৪০ মিনিট আগে