Ajker Patrika

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৬: ১৩
নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

পুলিশ জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার মেঘনা ডিপো-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে রাখা জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের অন্যান্য জাহাজ।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ হতাহত হয়েছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ভেতরে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’

প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছেন।’

নারায়ণগঞ্জে তেলবাহী জাহাজে আগুন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেনেছি জাহাজে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। হতাহতের খবর পেলেও সেটা নিশ্চিত নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত