Ajker Patrika

আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেপ্তার ১ 

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা প্ররোচনার মামলায় হৃদয় রায়কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ। আজ তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর স্বীকারোক্তি মূলক জবানবন্দির পর আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। 

এর আগে গত ১৩ মার্চ থানায় মামলা করেন স্কুলছাত্রীর নানা। গ্রেপ্তারকৃত হৃদয় রায় (৪২) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা উরিবুনিয়া গ্রামের গঙ্গাচরণ রায়ের ছেলে। 
 
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানের মেয়ে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সিমা আক্তারের (১৪) মরদেহ উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের জান্না দক্ষিনপাড়া আ. করিম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া চারচালা ঘর থেকে উদ্ধার করা হয়। স্কুলছাত্রী সীমার নানা আলেকজান ওই একই দিন রাতে বাদী হয়ে হত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন। 

স্কুলছাত্রীর মায়ের অভিযোগ হৃদয় ফেসবুকে তাঁর একমাত্র মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছে সে। তিনি এর বিচার চান। 
 
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই স্কুলছাত্রীর মরদেহের পাশ থেকে চিরকুট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ব্যাপারে স্কুলছাত্রীর নানা আলেকজান বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। এরপর আজ গাজীপুর থেকে হৃদয় রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত