Ajker Patrika

‘আন্দোলনের মাধ্যমেই ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা আদায় হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৩, ১৮: ০১
‘আন্দোলনের মাধ্যমেই ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা আদায় হবে’

আন্দোলন–সংগ্রামের মাধ্যমেই গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

নাজমা আক্তার বলেন, গত পাঁচ বছরে নিত্যপণ্যের পাশাপাশি বাড়িভাড়া, গ্যাস, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা সবকিছুর খরচ আকাশচুম্বী হারে বেড়েছে। যার ফলে শ্রমিকদের জীবনযাত্রার মান এখন একেবারেই নিম্নমুখী। সিপিডির গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার কেন্দ্রস্থলে বসবাসরত এক ব্যক্তির মাসিক খাবার খরচ ৫ হাজার ৩৩৯ টাকা। চারজনের একটি পরিবারের ক্ষেত্রে এই খরচ ২১ হাজার ৩৫৮ টাকা। আর অন্যান্য খরচ তো আছেই। 

মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে নাজমা আক্তার আরও বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। নিম্নতম মজুরি কাঠামোর নিয়ম অনুযায়ী, প্রতিবছর মূল মজুরির ৫ শতাংশ হারে বৃদ্ধি করেন মালিকেরা। অথচ বৈদেশিক মুদ্রার মান টাকায় বেড়ে যাওয়ায় গত পাঁচ মাস ধরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনা করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার জোর দাবি জানাচ্ছি। আমরা জানি, আন্দোলন–সংগ্রাম ছাড়া আমাদের এ দাবি আদায় হবে না। তাই দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চলবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ঊর্মি আক্তারসহ শ্রমিকনেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত