Ajker Patrika

জাবিতে সাহ্‌রিতে পচা খাবার, না খেয়েই রোজা রেখেছে অর্ধেক মেয়ে

জাবি প্রতিনিধি
জাবিতে সাহ্‌রিতে পচা খাবার, না খেয়েই রোজা রেখেছে অর্ধেক মেয়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা খাবারের মান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। আজ রোববার আবাসিক হলের সামনে এই কর্মসূচি পালন করে ছাত্রীরা। 

শিক্ষার্থীরা অতিসত্বর ক্যানটিন চালু, ডাইনিংয়ে খাবারের মান বাড়ানো, ইলেকট্রনিক সমস্যা সমাধান, আসবাবপত্র সমস্যা সমাধান, হল সুপারের কর্তৃত্ববাদী আচরণ নির্মূলসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। 

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, ‘হলের ডাইনিংয়ে মানহীন খাবার নিয়ে যখনই অভিযোগ করা হয়, তখনই বলা হয় সমস্যা হলে রান্না করে খাও। হল প্রশাসনকে খুঁজেই পাওয়া যায় না। আমরা একটা ইস্ত্রি মেশিন ব্যবহার করলে তাদের বিদ্যুতের ভোল্টেজ কমে যায় অথচ তারা এসিতে বাতাস খায়। তারা হয় আমাদের খাবারের মান ঠিক করবে না হলে রাতে বাইরে খেতে যাওয়ার অনুমতি দিতে হবে। এই পচা খাবার খেয়ে সাহ্‌রি করা সম্ভব না। আজ হলের অর্ধেক মেয়ে না খেয়ে রোজা আছে।’ 

চারুকলা বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, ‘ক্যানটিন না থাকায় এবং ডাইনিংয়ের পচা খাবার হওয়ায় গতকাল আমাদের না খেয়ে রোজা রাখতে হয়েছে। কোনো সমস্যা নিয়ে হল কর্তৃপক্ষের কাছে গেলে তারা নতুন হলের দোহাই দিয়ে দাবি-দাওয়া ঝুলিয়ে রাখেন। হল সুপার কর্তৃত্ববাদী আচরণ করেন। সারা বছর হল কর্তৃপক্ষের কোনো খোঁজ থাকে না, অথচ ২৬ মার্চ ভোজনের দিন তাদের সবার আনাগোনা থাকে।’  

এ বিষয়ে ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, ‘হলের এসব সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আজ শিক্ষার্থীদের সমস্যাগুলো জানতে পারলাম। পাঁচ তারিখের মধ্যে সমস্যা সমাধান করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত