গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে যুবকের গলায় ছাগল বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকের রশি দিয়ে হাত ও গলায় ছাগল বেঁধে শারীরিক নির্যাতন করেছেন ভুক্তভোগী ছাগলের মালিক ও তাঁর লোকজন। আজ সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
চোর সন্দেহে নির্যাতনের শিকার ওই যুবক (৩৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে থাকেন।
সরেজমিনে দেখা যায়, যুবককে রাস্তার পাশে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তাঁর গলায় একটি কালো রঙের ছাগলকে প্লাস্টিকের রশিতে বেঁধে রাখা হয়েছে এবং এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও ছাগলের মালিক দুলাল মিয়া বলেন, ‘রাস্তায় পাশে আমার একটি ছাগল বেঁধে রাখা ছিল। আমার স্ত্রী সেই ছাগল দেখতে বাড়ি থেকে বের হয়ে দেখে, একজন লোক ছাগলের রশি ধরে টানাটানি করছে। এ সময় আমার স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীরা তাঁকে আটক করেন।’
আপনি থানায় দেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেব।’
তাঁর গলায় কেন ছাগল বেঁধে রাখলেন? আপনি তো হাতেনাতে তাঁকে ধরতে পারেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার গলায় ছাগল বেঁধে রাখিনি।’
ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, ‘আমি রাস্তার পাশে বসে প্রস্রাব করছিলাম। এ সময় একজন মহিলা চোর চোর বলে চিৎকার করলে জনতা আমাকে এসে আটক করে। পরে গলায় ছাগল বেঁধে মারধর শুরু করে।’
জাতীয় মানবাধিকার জামাকা গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. রিপন আনসারী বলেন, ‘যেকোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিক, আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। একজন চোরকে নিজের হাতে নিজের আদালতে বিচার করার কোনো নিয়ম নেই। এটি মানবাধিকার ও আইনের চরমভাবে লঙ্ঘন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে যুবকের গলায় ছাগল বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। প্লাস্টিকের রশি দিয়ে হাত ও গলায় ছাগল বেঁধে শারীরিক নির্যাতন করেছেন ভুক্তভোগী ছাগলের মালিক ও তাঁর লোকজন। আজ সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
চোর সন্দেহে নির্যাতনের শিকার ওই যুবক (৩৮) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা। তিনি শ্রীপুরে থাকেন।
সরেজমিনে দেখা যায়, যুবককে রাস্তার পাশে বেঁধে রেখে শারীরিক নির্যাতন করছেন কয়েকজন। এ সময় তাঁর গলায় একটি কালো রঙের ছাগলকে প্লাস্টিকের রশিতে বেঁধে রাখা হয়েছে এবং এলোপাতাড়ি মারধর করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা ও ছাগলের মালিক দুলাল মিয়া বলেন, ‘রাস্তায় পাশে আমার একটি ছাগল বেঁধে রাখা ছিল। আমার স্ত্রী সেই ছাগল দেখতে বাড়ি থেকে বের হয়ে দেখে, একজন লোক ছাগলের রশি ধরে টানাটানি করছে। এ সময় আমার স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীরা তাঁকে আটক করেন।’
আপনি থানায় দেননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেব।’
তাঁর গলায় কেন ছাগল বেঁধে রাখলেন? আপনি তো হাতেনাতে তাঁকে ধরতে পারেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার গলায় ছাগল বেঁধে রাখিনি।’
ভুক্তভোগী নাসির উদ্দিন বলেন, ‘আমি রাস্তার পাশে বসে প্রস্রাব করছিলাম। এ সময় একজন মহিলা চোর চোর বলে চিৎকার করলে জনতা আমাকে এসে আটক করে। পরে গলায় ছাগল বেঁধে মারধর শুরু করে।’
জাতীয় মানবাধিকার জামাকা গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. রিপন আনসারী বলেন, ‘যেকোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিক, আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। একজন চোরকে নিজের হাতে নিজের আদালতে বিচার করার কোনো নিয়ম নেই। এটি মানবাধিকার ও আইনের চরমভাবে লঙ্ঘন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
১ সেকেন্ড আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৬ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে