Ajker Patrika

শ্রীপুরে দুর্ঘটনাস্থলের দুই পারে কাজ শুরু করেছে উদ্ধারকারী ২ ট্রেন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৫: ২১
শ্রীপুরে দুর্ঘটনাস্থলের দুই পারে কাজ শুরু করেছে উদ্ধারকারী ২ ট্রেন

গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে এসে পৌঁছেছে দুটি উদ্ধারকারী ট্রেন। একটি ময়মনসিংহ, অপরটি ঢাকা থেকে এসে উদ্ধারকাজ শুরু করেছে। উদ্ধার অভিযানে সহযোগিতা করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ রেলওয়ের তিন শতাধিক সদস্য কাজ করছেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে ট্রেন দুটি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইনের দুই পারে দুটি উদ্ধারকারী ট্রেন এসেছে। প্রথমে লাইনে থাকা বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করে ট্রেন দুটি কাছাকাছি নিয়ে আসা হবে। পরে লাইনচ্যুত বগিগুলো লাইনে উঠিয়ে উদ্ধারকারী ট্রেন টেনে নেবে। উদ্ধার অভিযানে রেলওয়ে প্রকৌশল বিভাগের শতাধিক কর্মী কাজ করছেন।

উল্লেখ্য, আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত