Ajker Patrika

যুব মহিলা লীগের দুই কেন্দ্রীয় নেত্রী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের আইনবিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই নির্দেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই মুহাম্মদ ফারহান ইবনে গফুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৬ এপ্রিল বিকেলে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল সকাল ৭টায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইশরাত জাহান নাসরিনসহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা–কর্মী ও যুব মহিলা লীগের নেতা–কর্মীরা শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে মিছিল করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। আসামিরা নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করেন।

এ ঘটনায় ৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত