Ajker Patrika

রাজবাড়ীতে আরও ২০০ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, রাজবাড়ী
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ৫০
রাজবাড়ীতে আরও ২০০ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০০ জন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২ শত ৪৮ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ২০০ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১১০ জন, পাংশা উপজেলার ৪৯ জন, কালুখালী উপজেলার ১৯ জন, বালিয়াকান্দি উপজেলার ১৩ জন ও গোয়ালন্দ উপজেলার ৯ জন রয়েছেন।

মোট আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৩ হাজার ৮ ও ৭ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৫৬২ জন, কালুখালী উপজেলায় ৪৮৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৫৩৩ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৮৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৫০২ জন। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৮৪ জন, পাংশা উপজেলায় ১ হাজার ৬৬ জন, কালুখালী উপজেলায় ২৯৫ জন, বালিয়াকান্দি উপজেলায় ৪১৮ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৬৩৯ জন রয়েছেন। তাঁদের মধ্যে জেলায় করোনা ইউনিটে ভর্তি আছে ৭৬ জন, রাজবাড়ী সদর হাসপাতালে ২৮ জন, গোয়ালন্দে ৭ জন, পাংশায় ১৯ জন, বালিয়াকান্দিতে ৬ জন এবং কালুখালীতে ১৬ জন।

এ ছাড়া হোম আইসোলশনে আছেন ১ হাজার ৬১৬ জন। যার মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৬৬৫ জন, পাংশা উপজেলায় ৪৬১ জন, কালুখালী উপজেলায় ১৭০ জন, বালিয়াকান্দি উপজেলায় ১৭ জন, গোয়ালন্দ উপজেলায় ২১৩ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় ৫৪ জন মারা গেছেন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৩০ জন, পাংশা উপজেলায় ১৬ জন, কালুখালী উপজেলায় ৪ জন, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় ২ জন করে মোট ৪ জন। এখন পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পিসিআর ল্যাবে ২১ হাজার ৭৯৬টি এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট হয়েছে ৫ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন ইব্রাহিম টিটন জানান, প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনসাধারণ সচেতন না হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। সেই সঙ্গে মাস্ক ব‍্যবহার করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত