Ajker Patrika

বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও শিশুর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে মা ও নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে দীর্ঘ সময় ধরে বাবার বাড়িতে গ্রাম্য ধাইয়ের মাধ্যমে প্রসবের চেষ্টা করাতে গিয়ে মারা যায় তাঁর নবজাতক কন্যা শিশু।

মৃত প্রসূতি মায়ের নাম রাহিমা আক্তার (২৫)। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়ার নিজাম মণ্ডলের মেয়ে। 

এদিকে এ ঘটনার জেরে প্রচণ্ড শোকে রাহিমার স্বামী ইসলাম সরদার (৩৫) গুরুতর অসুস্থ হয়ে পরেছেন। তিনি জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি পেশায় একজন টেইলর মাস্টার। 

রাহিমার ছোট চাচা মাসুদ রানা ও ননদ রুবি খাতুন জানান, বৃহস্পতিবার সকাল থেকে প্রসব বেদনা শুরু হয় রাহিমার। এ সময় তাঁকে বাড়িতে রেখে গ্রামের মহিলাদের (ধাই) দিয়ে প্রসব করানোর চেষ্টা করা হয়। দীর্ঘ চেষ্টার পর বেলা ২টার দিকে একটি মৃত মেয়ে শিশুর জন্ম হয়। অপরিকল্পিতভাবে প্রসব করাতে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে তাঁদের ধারণা।

এদিকে বাচ্চা প্রসব করার পর প্রচুর রক্তক্ষরণে রাহিমার অবস্থাও ক্রমশ খারাপ হতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজন তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা জটিল দেখে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। স্বজনরা তাঁকে ফরিদপুর নিয়ে যাওয়ার পথে বেলা ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার ঘোষ জানান, রাহিমাকে অনেক দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। তারপরও তাঁকে স্যালাইন দিয়ে দ্রুত ফরিদপুরে রেফার করি। তাঁকে যদি বাড়িতে প্রসব করানোর চেষ্টা না করে সকালেই হাসপাতালে নিয়ে আসা হতো তাহলে হয়তো এভাবে দুটো প্রাণ অকালে ঝড়ে যেত না। 

তিনি আরও জানান, হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের সহায়তায় অনেক নরমাল ডেলিভারি করা হচ্ছে এবং সরকারিভাবে তাঁদের বিভিন্ন উপহার সামগ্রীও দেওয়া হচ্ছে। তারপরও অসচেতনভাবে অনেকেই বাড়িতে বাচ্চা প্রসব করানোর চেষ্টা করাতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসা দরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত