Ajker Patrika

প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে অপহরণ নাটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৫: ১৯
Thumbnail image

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণ করতে নিজে অপহরণ নাটক সাজান এক যুবক (২১)। ওই যুবক উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই যুবককে।

ওই যুবকের মা সাংবাদিকদের জানান, পাঁচ দিন আগে তাঁর ছেলে ঢাকায় জুতার কাজ করবেন বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ফোনের ওপাশ থেকে মেয়ে কণ্ঠ জানায়, তাঁর ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে ১ লাখ টাকা দিতে হবে।

এ ঘটনার পর ছেলের মা কোনো উপায় না পেয়ে ঘটনার দুই দিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হন। কুলিয়ারচর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহর থেকে তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর ওই যুবক জানান, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তাঁরা দুজনে এই অপহরণের নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে কাউনসেেলিং করে পরিবারের জিম্মায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত