Ajker Patrika

খারাপ আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯: ৩১
খারাপ আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বন্ধ আছে মেট্রোরেল চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজ সোমবার মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে ঢোকার গেট বন্ধ রাখা হয়। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি-৬এর উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঝড়ের কারণে পাওয়ার সংযোগ না থাকায় চলাচল বন্ধ ছিল। এখনো যদি চালু না হয়, তাহলে এটাই কারণ। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করা।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

রিমালের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকাএদিকে অনেকেই যাতায়াতের জন্য এসে বন্ধ গেট দেখে ফিরে গেছেন। অফিসগামী যাত্রীরা পড়েছেন মহাভোগান্তিতে। 

রিমালের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকাগতকাল সন্ধ্যায় ঘূর্ণিঝড় রিমাল খুলনা-বরিশাল বিভাগের উপকূলে সর্বোচ্চ ১০২ কিলোমিটার গতি নিয়ে আঘাত হানে। সারা রাত ঝড়ের তাণ্ডব চলেছে৷ এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ ভোর থেকেই ঢাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগন্যালিংসহ নানা সমস্যা হতে পারে৷ যদিও আজকে বন্ধের বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি।

বন্ধ থাকার বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত