Ajker Patrika

বিএনপি নেতা শরীফুল আলম কারামুক্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি
বিএনপি নেতা শরীফুল আলম কারামুক্ত

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম হাইকোর্ট থেকে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 
আজ শুক্রবার রাত ৯টায় কাশিমপুর-২ কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। 

শরীফুল আলমের আইনজীবী ফজলুর রহমান বিষয়টি আজকের পত্রিকা নিশ্চিত করেছেন

আইনজীবী ফজলুর রহমান বলেন, বৃহস্পতিবার তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দিয়েছিলেন বিচারপতি মো. রুহুল কুদ্দুছ ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। কিশোরগঞ্জের দুই, ভৈরবের দুই ও ঢাকার দুই মামলায় শরীফুল আলমের জামিন হয়েছে। 

এ সময় ফজলুর রহমানের সঙ্গে জামিন শুনানিতে অংশ নেন আইনজীবী উম্মে কুলসুম বেগম রেখা। জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। 

ফজলুর রহমান আরও জানিয়েছেন, গত বছর ৪ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরব থেকে শরীফুল আলম গ্রেপ্তার হয়েছিলেন। তার নামে কিশোরগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা রয়েছে। 

ছবির ক্যাপশনে-কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। ছবি সংগৃহীত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত