নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচন রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী হবে। এটা তাঁর দায়িত্ব। এই সরকার সংসদকে পাশ কাটিয়ে এ রকম একটা আইন করতে রাজিনা। সে কারণেই রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। আইন করার কথাও বলা আছে। আইন করা উচিত। আমিও বলি আইন হবে। তবে বর্তমান কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই এর মধ্যে আইন করা সম্ভব না।
তিনি বলেন, সার্চ কমিটিতে রয়েছেন আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানসহ চারজন সাংবিধানিক পদধারী এবং দুজন সুশীল সমাজের। এখানে রাজনৈতিক দলের কেউ নেই। এই সার্চ কমিটি দশজনের নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। ওই দশজনের মধ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। তাই নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই।
খালেদা জিয়ার বিদেশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাঁর নিষ্পত্তিকৃত দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ নেই। এখন খালেদা জিয়া কারাগারে গিয়ে নতুন করে দরখাস্ত করতে পারবেন। তবে তাঁকে এই অবস্থায় বিদেশে পাঠানোর সুযোগ নেই। এ ছাড়া খালেদা জিয়া এখানে সুচিকিৎসা পাচ্ছেন বলেও জানান মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে মন্ত্রী বলেন, এই আইনে মামলা হওয়ার আগে এখন তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। যদি অভিযোগ মামলা করার মতো হয় তাহলে মামলা আদালতে যাবে। এর আগে যেন কোনো সাংবাদিককে মামলায় জড়ানো না হয়। আর এখন কিন্তু কোনো সাংবাদিককে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হচ্ছে না। আগে যাচাই-বাছাই হয়। এই আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া র্যাবের মহাপরিচালক চৌধুরি আব্দুল্লাহ আল মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
৪ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলা গোসিঙ্গা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেবসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে