Ajker Patrika

৪৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দীর্ঘ ৪৮ ঘণ্টা আগুন নেভানো ও উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিস হাশেম ফুডস লিমিটেডের ভবনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন আনুষ্ঠানিকভাবে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে অগ্নি নির্বাপণ এবং উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা দেন।
 
দেবাশীষ বর্ধন বলেন, আগুন এখন সম্পূর্ণভাবে নিভিয়ে দেওয়া হয়েছে। আর কোন মৃতদেহ পাওয়া যায়নি এবং আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবি না আসায় অভিযান সমাপ্ত করছি। কোন জায়গা থেকে আর কোন ধোঁয়া বের হচ্ছে না। তবে এখানে পুলিশ এবং মিলের ম্যানেজারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা অভিযান চালাবো।
 
এত দীর্ঘ সময় ধরে আগুন থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে প্রতিটা তলায় বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল। এটি ফুড কোম্পানি হওয়ায় এখানে সেমাই, জুস, চকলেটসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। এগুলো প্যাকেটিং ও বাজারজাত করার জন্য প্রচুর পরিমাণে প্লাস্টিক ও কাগজ ছিল। এ ছাড়া প্রতিটি ফ্লোরে লোহার জাল দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং কিছু কিছু জায়গায় তালাবদ্ধ ছিল। সেগুলো ভেঙে আমাদের কাজ করতে হয়েছে। এ জন্য এত দীর্ঘ সময় লেগেছে।
 
উপপরিচালক জানান, আগুন নেভানো ও উদ্ধার কাজে ব্যস্ত থাকায় আগুনের সূত্র এখনো আমরা জানতে পারিনি। তদন্ত কমিটি এটা বের করবে। ভবনটির ফায়ার সার্ভিসের কোন অনুমোদন নেই। ভবনটি এখন খুবই ঝুঁকিপূর্ণ। 

দেবাশীষ বর্ধন বলেন, মরদেহ নিয়ে আমরা কোন লুকোচুরি করিনি। আমাদের কাছে আর কোন নিখোঁজের দাবিদার নেই। যদি কেউ নিখোঁজ থাকে তাহলে পুলিশ এবং কারখানার ম্যানেজারের মাধ্যমে লিখিত আবেদন করলে পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত