Ajker Patrika

জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল 

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬: ৪৪
জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল 

নব্যতাসংকটের কারণে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে গত ৯ দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। শুধু তাই নয়, ফেরি চলাচল বন্ধ থাকায় ট্রলারে অতিরিক্ত ভাড়া দিয়ে ও ঝুঁকি নিয়ে যাত্রীদের দীর্ঘ নদীপথ পাড়ি দিতে হচ্ছে। 

জৌকুড়া ঘাট সূত্রে জানা যায়, জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটটি রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর সহজ যোগাযোগমাধ্যম হচ্ছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। এই রুট দিয়ে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরসহ কয়েকটি জেলার যাত্রী ও পরিবহন পার হয়ে পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। এই দিক দিয়ে চলাচল করে তিনটি ইউটিলিটি ফেরি। কিন্তু পদ্মা নদীতে হঠাৎ করে পানি কমে যাওয়ায় নাব্যতার সংকট সৃষ্টি হয়েছে। তাই গত ১৫ জুন থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফেরি চলাচল বন্ধ থাকায় এই রুট দিয়ে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। 

এ বিষয়ে রাজবাড়ী সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিশ রহমান বিশ্বাস বলেন, ‘পদ্মা নদীতে নব্যতার সংকট সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। বিকল্প কোনো রুট না থাকায় ফেরি চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি। নাব্যতাসংকট দূর হলেই ফেরি চলাচল শুরু করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত