Ajker Patrika

রাজধানীর কদমতলীতে বোরাক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কদমতলী প্রতিনিধি, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১: ৫৪
রাজধানীর কদমতলীতে বোরাক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলায় এলে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতি রোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 

এদিকে খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুনীর আহম্মদসহ তাঁদের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’ 

টিআই মুনীর আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই এবং তাদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’ 

এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতিমধ্যে দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত